চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিয়ালদের নিয়ে সংশয়ে সিমিওনে

KSRM

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে রাতে মুখোমুখি হচ্ছে লেস্টার সিটি-অ্যাটলেটিকো মাদ্রিদ। ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত বছর যেখান থেকে শুরু করেছিল, চ্যাম্পিয়ন্স লিগে সেখান থেকেই শুরু করেছে লেস্টার সিটি। ডাকনাম ‘দি ফক্সেস’। প্রথমবার খেলতে এসেই ইউরোপ সেরার মঞ্চে শিয়ালের গতিতেই সেরা আটে পৌঁছে গেছে দলটি। তাই তো প্রথম লেগে ঘরের মাঠে পাওয়া এক গোলের জয় নিয়েও পরের পর্বে যাওয়া নিয়ে সংশয়ে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।

Bkash July

প্রথম লেগে স্বাগতিক অ্যাটলেটিকোর বিপক্ষে লেস্টারের হারটা বিতর্কিত পেনাল্টি গোলে। আর তাই ঘরের মাঠে মানসিকভাবে এগিয়ে থেকেই শুরু করবে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ বিজয়ীরা। তার ওপর এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজ মাঠে শতভাগ সাফল্য দেখেছে লেস্টার। নিজ মাঠে চার জয়ে ৬ গোলের বিপরীতে তারা হজম করেছে ১ গোল। এতসব হিসেবে কারণেই সেমিফাইনাল নিয়ে সংশয়ে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ।

দুই দলের তুলনায় কাউকেই এগিয়ে রাখেননি সিমিওনে। বলেন, দুদলই কাছাকাছি ব্যালান্স দল। তাই কোয়ার্টার ফাইনাল অতিক্রম করা উভয়ের জন্য কঠিন পরীক্ষা। লেস্টার আমাদের মতোই একটা খারাপ সময় অতিক্রম করে ছন্দে ফিরেছে। তাই নিজের মাঠে যেকোনো কিছুই করতে পারে তারা।

Reneta June

তবে সিমিওনে লেস্টারকে নিয়ে সংশয় প্রকাশ করলেও হালে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে আটলেটিকো সমীহ জাগানো নাম। সর্বশেষ তিন আসরের মধ্যে দুবারই ফাইনাল খেলেছে দলটি। তার ওপর গত ১০ ম্যাচে অপরাজিত তারা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View