‘সোয়েটার’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন ভারতের নির্মাতা শিলাদিত্য মৌলিক। এরপর নির্মাণ করেছেন মুক্তির অপেক্ষায় থাকা ‘হৃদপিণ্ড’। এই নির্মাতার পরবর্তী ছবি ‘ছেলেধরা’। ছবির মুখ্য চরিত্রে থাকবেন জয়া আহসান।
জানা গেছে, ছবির শুটিং শুরু হবে অক্টোবরে। জয়া ছাড়াও থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় এবং ইশান মজুমদার।
‘ছেলেধরা’ ছবিতে একজন অ্যালকোহলিক মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে। তার মেয়েকে অপহরণ করা হয়। পরে সেই মা অপহরণকারীর ছেলেকে অপহরণ করেন।
নির্মাতা বলেন, ‘নিজের সন্তান অপহৃত হওয়ায় অপহরণকারীর কেমন লাগে তা ছবিতে দেখানো হয়েছে। ছেলেধরা ছবিটি অভিভাবক ও সন্তানদের নিয়ে। এটা অপহরণের গল্প। শুধু অপরাধের গল্প নয়, এর সাথে জড়িত মানুষগুলোর দুর্বলতার গল্পও দেখানো হবে ছবিতে।’
শিলাদিত্য মৌলিক জানান, বড় পর্দায় ছবি দেখার যেহেতু আলাদা আনন্দ আছে, তাই তিনি সিনেমা হল খোলার জন্য অপেক্ষা করবেন।
‘ছেলেধরা’ ছবিতে সুর করছেন ‘সোয়েটার’ খ্যাত রণজয় ভট্টাচার্য। টাইমস অব ইন্ডিয়া