চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিরোপা উদযাপনে দূরত্ব রেখে বাদ বেল

রাতে লেগানেসের বিপক্ষে চলতি মৌসুমে লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তুলে শিরোপা নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। লেগানেসের ম্যাচটা নিয়ম রক্ষার। যার ২২ জনের দলে এক অদ্ভুত কারণে রাখা হয়নি ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেলকে!

বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রিয়ালের সব খেলোয়াড়রাই ছুটে গেছেন কোচ জিদানকে কাঁধে তুলে নেয়ার জন্য। এসময় জিদানকে শূন্যে ছুঁড়ে শিরোপা উদযাপন করেছেন রামোস-বেনজেমারা, কেবলমাত্র বেল ছিলেন ব্যতিক্রম। ওয়েলস ফরোয়ার্ডকে এসময় খানিকটা দূরে একা দাঁড়িয়ে হাসতে দেখা যায়।

সবাই যখন উদযাপনে ব্যস্ত, বেলের তখন নিজের মতো এভাবে দাঁড়িয়ে থাকাটা পছন্দ হয়নি জিদানের। বাদ দিয়ে দিয়েছেন লেগানেসের ম্যাচের দল থেকেই। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, বেলকে দলবদলে বিক্রির জন্য চাপ বাড়িয়েছেন ফরাসি কিংবদন্তি।

বেলের সঙ্গে জিদানের এমন শীতল সম্পর্ক নতুন নয়। দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর থেকেই বেলকে একপ্রকার ব্রাত্য করে রেখেছেন জিজু। করোনা বিরতির পর শুরু লিগে মাত্র দুই ম্যাচে খেলতে পেরেছেন বেল। আলাভেসের বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে ঘুমিয়ে পড়া আর গ্রানাডা ম্যাচে বদলি হিসেবে গোল করার পর হাতে দূরবীনের মতো করে উদযাপন আরও খেপিয়ে তুলেছে জিদানকে।

বেলের এমন আচরণকে চরম বোকামি আখ্যা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার দিমিত্রি বারবেতভ, ‘এটা দেখার পর আমার বিশ্বাসই হয়নি। সাইডবেঞ্চে কিনা সে চোখে মাস্ক পরে ঘুমিয়ে আছে! রিয়াল মাদ্রিদের মতো একটা দলের জন্য এটা ভীষণ অসম্মানের ব্যাপার। তাকে আর দলের ভালোর জন্যই নিজেদের বিকল্প খুঁজে নিতে হবে।’

আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারেন বেল। সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ডে টটেনহ্যামের সাবেক ফরোয়ার্ডকে দলে পেতে আগ্রহী নিউক্যাসল। সৌদি যুবরাজ বিন সালমানের প্রতিষ্ঠান ক্লাবটিতে ৩০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে বলে আলোচনা।

Labaid
BSH
Bellow Post-Green View