
উচ্চশিক্ষা যেন কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা সম্মিলিতভাবে নিশ্চিত করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন: দেশের জন্য এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। গুণগত শিক্ষা ছাড় শিক্ষা মূল্যহীন।
তিনি বলেন: শিক্ষার্থীরা পর্যাপ্ত জ্ঞান আহরণ করে টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে ।
বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এসময় গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন: জ্ঞানের বিশাল রাজ্যে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে থাকলেই চলবে না। পাঠ্য বিষয়ের সাথে বহির্বিশ্বের জ্ঞানভাণ্ডার হতে জ্ঞান আহরণ করতে হবে।

একইসঙ্গে তিনি শিক্ষকদের আদর্শের প্রতি অবিচল থেকে জ্ঞান অর্জন ও বিতরণে নিবেদিত থাকার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন: পরিবেশ ও জীবনের জন্য পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের মারাত্মক ক্ষতিকর। এজন্য রাষ্টীয়ভাবে এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা উচিৎ। দেশের ছাত্রসমাজকেও পলিথিন, প্লাস্টিক বোতল ও ফাস্ট ফুড বন্ধে সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষাবিদ অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সমাবর্তনে ৩ হাজার ৭শ ৬ জনকে গ্র্যাজুয়েট সনদ ও ৬৩ জনকে চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়।