রাজধানীতে বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবি এবং ছাত্রীদের হেনস্তার অভিযোগে সড়ক অবরোধ আন্দোলন মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত স্থগিত করেছে বদরুন্নেসা গার্লস কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকালে তারা বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবী এবং বাস পরিবহন শ্রমিকদের দ্বারা ছাত্রীদের হেনস্তার প্রতিবাদে রাজধানীর মগবাজারে সড়ক অবরোধ করে।
ছাত্রীদের এ আন্দোলনের সাথে যোগ দেয় আশপাশের কলেজের কিছু ছাত্র। ছাত্রীদের দাবী, বাস ভাড়া অর্ধেক নির্ধারণ করতে হবে। এছাড়া সবসময়ই বাসের শ্রমিকরা তাদের সাথে অশালীন আচরণ করে বলেও ছাত্রীদের অভিযোগ। কখনও কখনও ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। কখনও অশালীন ভাবে গাড়িতে ওঠায়।
এরই মধ্যে হাফ ভাড়া দেয়ায় একজন বাস শ্রমিক এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে বলে দাবি করে বিচার চেয়েছে তারা।
বিজ্ঞাপন