কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে ‘হয়রানি-হেনস্তার’ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশের ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানি-হেনস্তার অভিযোগ এনে ২০১৯ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা (ধর্মীয় পোশাক) পরা নিয়ে হয়রানি-হেনস্তা কেন অসংবিধানিক ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
তবে সে রুলের শুনানি এখনো হয়নি। এরই মধ্যে পুরোনো সে রিটে সম্প্রতি নতুন এক আবেদন করা হয়। সে আবেদনে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগের তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।
সে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরা নিয়ে হেনস্তার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আগামী ৬০ দিনের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিজিকে বিষিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১১ অগাস্ট দিন ধার্য করেন হাইকোর্ট।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আহসান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।