চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু

প্রায় দুই বছর পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলবে।

করোনা ভাইরাসের ব্যপক বিস্তারের ফলে ২০২০ সালের ১৭ মার্চ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও কয়েকদিন পরেই পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোভিড বিস্তারের কারণে বন্ধ ঘোষণা করা হয়।

Bkash July

ইতিমধ্যে দেশের আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিনোদন কেন্দ্র পর্যন্ত সব কিছুরই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলেও বাকি ছিল শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার।

আজ মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানেরও পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষপ্রতিষ্ঠানগুলো তে শিক্ষার্থীদের উপস্থিতির হারও ছিল চোখে পড়ার মত।

Reneta June

অনেক দিন পর ক্লাস পুরোদমে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

এ বিষয়ে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ জহুরা চ্যানেল আইকে বলেন, স্বাস্থ্যবিধি মেনেই পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে গেটের সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। ধাপে ধাপে শিক্ষার্থীদের প্রবেশ ও বের করা হবে।

Labaid
BSH
Bellow Post-Green View