চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাহরুখ খান ও পাকিস্তানি মাহিরার ‘রইস’ পাকিস্তানেই নিষিদ্ধ

পাকিস্তানে শাহরুখ খানের নতুন ছবি ‘রইস’ নিষিদ্ধ করা হয়েছে। অথচ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা অভিনয় করেছেন এই ছবিতেই।

কেনো ‘রইস’ নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি পাকিস্তানের সেন্সরবোর্ড।

Bkash July

কিন্তু পাকিস্তানি গণমাধ্যমের বরাতে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার দাবি, ছবির বিষয়বস্তু নিয়েই আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। পাকিস্তানের সেন্সর বোর্ডের মতে ছবিতে মুসলিমদের নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। তাদের অপরাধী হিসেবে দেখানো হয়েছে।

গত সপ্তাহে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ছবিগুলি পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পায় । তাই বেশ আশাবাদী ছিলো রইসের কলাকুশলীরা। কিন্তু হঠাৎ এমন নিষেধাজ্ঞায় হতাশা প্রকাশ করেছেন ‘রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া। টুইট করে তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানে রইস নিষিদ্ধ? ক্ষুব্ধ! হতাশ! পাক বোর্ডের এ হেন সিদ্ধান্তে তাঁর কিছু বলার নেই। রইস বিশ্ব জুড়ে সাড়া ফেলেছে। সেখানে পাকিস্তানের এমন এই সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে!’

Reneta June

উল্লেখ্য, ভারতের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। তারই ফলাফল হিসেবে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

‘রইস’-এর প্রচারে যেমন মাহিরা আসতে পারেননি। তবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি টিম-রইসের প্রচারে অংশ নিয়ে বলেন ‘খুব শীঘ্রই রইস পাকিস্তানে মুক্তি পাবে। আর বিশ্বাস করুন, এখানে সকলে ওই ছবিটার জন্য অপেক্ষা করে আছে।’ সে দিনের সেই সাংবাদিক বৈঠকে ছিলেন শাহরুখ, নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি।

Labaid
BSH
Bellow Post-Green View