চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাহরুখ খানকে কিনলো প্রীতি জিনতার দল

KSRM

নামটা চমকে ওঠার মতো, আইপিএল নিলামে উঠেছেন শাহরুখ খান! বলিউড বাদশা যেখানে নিজেই একটা দলের মালিক, প্রতি মৌসুমে খেলোয়াড়দের পেছনে খরচ করেন কোটি কোটি রুপি। তার নাম যখন নিলামে, আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক!

আসলে অবাক হওয়ার কিছু নেই, নামে মিল থাকলেও দুই শাহরুখ খানের মাঝে আকাশ-পাতাল তফাৎ। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ নন, নিলামে উঠেছেন তামিলনাড়ুর ফিনিশার ব্যাটসম্যান শাহরুখ। অভিষেক নিলামেই তার দাম ছুঁয়েছে আকাশ।

Bkash July

২৬ বছর বয়সী ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। দর হাঁকানোর কাজটা দিল্লি ক্যাপিটালস শুরু করলেও শেষ করেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।

শাহরুখ খান
Reneta June

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দর হাঁকানোর প্রতিযোগিতায় নেমেছিল পাঞ্জাব। ২০ লাখ দামের অলরাউন্ডারের দাম শেষে গিয়ে ঠেকেছে ৫ কোটি ২৫ লাখ রুপিতে। প্রায় অখ্যাত এক অলরাউন্ডারকে এ দামে কিনে চমক দেখিয়েছে পাঞ্জাব!

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View