চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাহরুখের মেয়ের শিক্ষক কাজল

বাজিগর দিয়ে শুরু হয়েছিলো তাদের অনস্ক্রিন। তা দিয়েই বাজিমাত এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখ- কাজল জুটিকে। সারা জাগানো ছবি ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সবই যেনো তাদের জুটির ছোঁয়ায় হয়েছে।

তাই বন্ধু কাজলের প্রশংসায় পঞ্চমুখ বলিউড বাদশা শাহরুখ। তার প্রতিটা ফিল্মে কাজলকে মিস করে বলেও জানিয়েছেন তিনি। আর সম্প্রতি কিং খান জানালেন, নিজের মেয়ে সুহানাকে অভিনয় শেখানোর দায়িত্ব তিনি কাজলকে দিতে চান।

Bkash July

শাহরুখ এও বলেছেন, কাজল টেকনিক্যাল নয়, ও একজন সৎ অভিনেত্রী, সেটা ওর একটা মহৎ গুণ। আমার মেয়ে সুহানা বড় হয়ে একজন অভিনেত্রী হতে চায়। আমি চাই কাজল ওকে অভিনয় শেখাক। আমি বলে বোঝাতে পারবো না যে অনস্ক্রিনে কাজলের অভিনয় এক অন্যমাত্রার।

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের’ ২০ বছর পূর্তিতে সম্প্রতি একটি মজার ভিডিও প্রকাশ করেছেন বলিউডের এ অন্যতম জুটি।

Reneta June

আর দীর্ঘ ৫ বছর পর রোহিত শেঠের আপকামিং সিনেমা ‘দিলওয়ালে’তে ফিরছেন বাজিগরের ম্যাজিক শাহরুখ-কাজল।

Labaid
BSH
Bellow Post-Green View