রবি শাস্ত্রীর সঙ্গে ভারতীয় সমর্থকদের দূরত্ব ক্রমেই বাড়ছে। কোহলিদের কোচ এখন যাই করেন, যাকে নিয়ে কথা বলেন, তাতেই তাকে ট্রোল করেন সমর্থকরা। শুভমন গিলকে নিয়ে শাস্ত্রীর এক ছবি নিয়েও যেমন ঠাট্টা-তামাশা করেছেন অনেকে।
ভারতের হয়ে দুই টি-টুয়েন্টি খেলা শুভমন গিলকে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ ফর্মে ছিলেন ২১ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৪৪০ রান করেছিলেন। স্ট্রাইকরেট ১১৭.৯৬।
সেই গিলের সঙ্গে একান্ত আলাপের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন শাস্ত্রী। শিরোনামে লিখেছিলেন, ‘মহান খেলা নিয়ে ভালো আলোচনার কোনো তুলনা হয় না।’
শাস্ত্রীর সেই কথাকে মোটেও সহজ থাকতে দেয়নি ভারতীয় দর্শকরা। ছবির বিপরীতে একজন লিখেছেন, ‘প্লিজ, ওকে আর কোনো ব্যাটিং টিপস দেবেন না। ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে’।

আরেকজন লিখেছেন, ‘কে যেন আইপিএল সফলভাবে আয়োজনের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির প্রশংসা করতে ভুলে গিয়েছিল?’
পোস্টের নিচে শাস্ত্রীকে ‘জঘন্য কোচ’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। একজন মজা করে লিখেছেন, ‘গিল, আমায় কেমন স্ট্রাইকরেট বজায় রাখতে হবে? রবি, ক্যারিয়ারের শুরুতে প্রতি ঘণ্টায় একটা বিয়ার হলেই চলবে।’
আরেকজনের মন্তব্য, ‘রবি, টিমে থাকার জন্য ম্যানেজ করতে হবে। আমি ভারতের টেস্ট দলে ছিলাম বম্বে লবি ও গাভাস্কারের জন্য। এখন যেমন আমি বিরাট কোহলিকে কোনো প্রশ্ন করি না। আর তাই আমি কোচ!’