চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাপলার নতুন তিন সিনেমায় সাইমন-মাহী

একটি কিংবা দুটি নয়, একসঙ্গে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহি।

সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সাইমন। তিনি জানান, সিনেমা তিনটির নাম ‘লাইভ’, ‘নরসুন্দরী’ ও ‘গ্যাংস্টার’।

Bkash July

তিনি বলেন, তিনটি সিনেমাতে আমার নায়িকা থাকবেন মাহিয়া মাহি।

সাইমন-মাহিকে নিয়ে তিনটি সিনেমায় লগ্নি করছে শাপলা মিডিয়া। ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ সিনেমা দুটি বানাবেন শামীম আহমেদ রনী এবং গ্যাংস্টার সিনেমাটি বানাবেন শাহীন সুমন।

Reneta June

নায়ক সাইমন বলেন, গ্যাংস্টার সিনেমার আমার সঙ্গে থাকবেন শান্ত খান।

তিনি বলেন, তিনটি সিনেমার মধ্যে প্রথমে শুরু হবে ‘লাইভ’। বাকি দুটির কাজ হবে ধারাবাহিকভাবে। চলতি বছরেই কাজ শেষ হবে।

সোমবার সাইমন-মাহি দুজনেই শাপলা মিডিয়ার তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। এ সময় প্রযোজক সেলিম খান, শামীম আহমেদ রনী, শাহীন সুমন, সাইমন-মাহি প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ রনী বলেন, লাইভ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসের ২৬ তারিখ থেকে।

Labaid
BSH
Bellow Post-Green View