চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেলস্টেশনে শাটল ট্রেনে উঠতে গিয়ে রবিউল আলম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তার সহপাঠীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে উঠার সময় রবিউল পা পিছলে পড়ে যায়। সাথে সাথে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে শিক্ষার্থীরা রবিউলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে রবিউলের চিকিৎসা চলছে। তবে সে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিজ্ঞাপন
আহত রবিউল আলমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং গ্রামে।