চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শাটল ট্রেনের গানগল্প

শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ, প্রতিটি শিক্ষার্থীর মিলনমেলার প্রাণকেন্দ্র। ট্রেনের প্রতিটি বগি, সিট ও পাটাতন শিক্ষার্থীদের গল্প-আড্ডা, খুনসুটি আর বন্ধুত্বের বেড়াজালে গানের প্রাণরসে পরিপূর্ণ আসর জমানোর প্রধান বাদ্যযন্ত্র। প্রতিদিন ক্লাস শেষে ক্লান্তির ঝাপসা গুমোট আবহকে পেছনে ফেলে প্রত্যেক শিক্ষার্থীই আপন মনে গলা মেলায় সুরের মূর্ছনায়। অগ্রজ-অনুজ সম্পর্কের দূরত্ব ভুলে সৃষ্টি করে প্রাণবন্ত রেশ, উচ্ছ্বসিত আনন্দঘন পরিবেশ। একসময় শিক্ষার্থীরা ছাত্র জীবনের পর্ব শেষ করে ছুটবে কর্ম জীবনের পেছনে। ফেলে যাবে এই মুহুর্তগুলো। স্মৃতি হয়ে রবে তাদের শাটল ট্রেনের গানের আসর।

Labaid
BSH
Bellow Post-Green View