Site icon চ্যানেল আই অনলাইন

শাজনীন হত্যা: শহীদুলের মৃত্যুদণ্ড বহাল

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম হত্যা মামলায় গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

এই রায়ের ফলে শহীদের মৃত্যুদণ্ড বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবী।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার ওই আবেদন খারিজ করে দেন। আদালতে আসামী পক্ষে ছিলেন আইনজীবী এস কে সাহা।

২০১৬ সালের ২ আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

তবে আপিল বিভাগে খালাস পান চারজন। তারা হলেন, শাজনীনদের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান ও তার সহকারী বাদল, বাড়ির গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন (মিনু) ও পারভীন।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান।

২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের দেয়া রায়ে শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামির ফাঁসির আদেশ দেন আদালত।

২০০৬ সালের ১০ জুলাই হাইকোর্ট পাঁচ আসামি হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে।

২০১৬ সালের ২ আগস্ট শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে খালাস পান অন্য চারজন। এরপর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন শহীদুল।

Exit mobile version