
ভোগ এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির উল্টোপিঠে ত্যাগ এবং আদর্শের রাজনীতির পতাকাকে সমুন্নত রাখতে ছাত্রলীগ নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ কোনো সময় পিছিয়ে থাকে নি, সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ‘শহীদদের তালিকা দেখলে দেখবেন প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের রক্তত্যাগই সবচেয়ে বেশি।’
সন্ত্রাস এবং জঙ্গিবাদ রুখতে তার সরকারের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে এ বিষয়ে সচেতন থাকতে বলেন প্রধানমন্ত্রী।
ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন: গড্ডালিকা প্রবাহের মধ্যে পা দিলে কোন কিছু করা যায় না। কোন কিছু করতে হলে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়।
ছাত্রলীগ করতে হলে বয়স ২৯ এর কম হতে হবে বলে সব পর্যায়ের নেতৃত্বকে আবারও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।
দেশের অগ্রগতির বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এই সাড়ে ছয় বছরে প্রায় দেড় কোটি মানুষকে চাকরি দিয়েছি। তরুণদের মেধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন: ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে বাংলাদেশ বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতো। দেশের স্থপতি বা দেশের স্বাধীনতার নায়করাই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যায়। আজ সিঙ্গাপুর তারই একটা উদহরণ।
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা এ সময়ের মধ্যে দেশ থেকে ক্ষুধা ও দরিদ্র দূর করবো। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। আমরা চাই ওই সময়ের মধ্যে একটি মানুষও যেন অনাহারে না থাকে।’
বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিম্ন মধ্যর সঙ্গে থাকতে চাই না, আমরা উচ্চ মধ্যবিত্তে উন্নীত হতে চাই।
ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি উপজেলায় একটি করে সরকারি উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি কলেজ স্থাপন করা হবে।
সাবেক ছাত্রলীগ নেতা এবয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্মেলনে বলেন, যে বাংলাদেশ এক সময় নিঃস্ব ছিল সে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। খালেদা জিয়া ২০১৫ সালে প্রায় তিন মাস দেশ অচল করে রেখেছিলেন কিন্ত পরে তিনি পরাজয় মেনে নিয়ে নিজেকে গুটিয়ে নেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ দেশে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, নির্বাচন হোক আন্দোলন হোক ছাত্রলীগ আগের মতই ভুমিকা পালন করবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বিচক্ষণ রাজনীতিক শেখ হাসিনা।
ছাত্রলীগের ২৮তম সম্মেলনে সংগঠনের বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও বক্তৃতা করেন।
রোববার নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা।
