হজ শেষ হলেও মক্কায় বেসরকারি হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের হাজিরা পড়েছেন বিপাকে। চুক্তির শর্ত না মেনে ছোট ছোট রুমের ভেতর গাদাগাদি করে রাখা হচ্ছে হাজিদের। অনেককেই রাখা হয়েছে কাবা শরিফ থেকে কয়েক মাইল দূরে।
সৌদি ও বাংলাদেশ সরকারের কাছে অভিযুক্ত হয়েছে ৫৬ বেসরকারি হজ এজেন্সি।
হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ৭ দিন। বাংলাদেশে ফেরত গেছেন এখন পর্যন্ত ২২ হাজার হাজি। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ফিরে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হাজি। মক্কায় এসব হাজিদের নির্ধারিত বাড়িতে গিয়ে দেখা গেছে চুক্তির শর্ত একবারেই মানা হয়নি।
গত বছরের তুলনায় হজ ব্যবস্থাপনা এ বছর অনেকটা ভালো হলেও সৌদি ও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সিকে অভিযুক্ত করেছে বলে জানিয়েছেন হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।