চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শর্ত না মেনে মক্কায় গাদাগাদি করে রাখা হয়েছে বাংলাদেশি হাজিদের

হজ শেষ হলেও মক্কায় বেসরকারি হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের হাজিরা পড়েছেন বিপাকে। চুক্তির শর্ত না মেনে ছোট ছোট রুমের ভেতর গাদাগাদি করে রাখা হচ্ছে হাজিদের। অনেককেই রাখা হয়েছে কাবা শরিফ থেকে কয়েক মাইল দূরে।

সৌদি ও বাংলাদেশ সরকারের কাছে অভিযুক্ত হয়েছে ৫৬ বেসরকারি হজ এজেন্সি।

Bkash July

হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ৭ দিন। বাংলাদেশে ফেরত গেছেন এখন পর্যন্ত ২২ হাজার হাজি। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ফিরে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হাজি। মক্কায় এসব হাজিদের নির্ধারিত বাড়িতে গিয়ে দেখা গেছে চুক্তির শর্ত একবারেই মানা হয়নি।

গত বছরের তুলনায় হজ ব্যবস্থাপনা এ বছর অনেকটা ভালো হলেও সৌদি ও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৫৬টি বেসরকারি হজ এজেন্সিকে অভিযুক্ত করেছে বলে জানিয়েছেন হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।শর্ত না মেনে-গাদাগাদি করে রাখা হয়েছে হাজিদের

Reneta June

অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

Labaid
BSH
Bellow Post-Green View