Site icon চ্যানেল আই অনলাইন

শপথ নেয়ার পর বিএনপির রুমিন ফারহানা যা বললেন

ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়ে বিএনপির রুমিন ফারহানা বলেছেন: বর্তমান সংসদ অবৈধ।

তবে কথা বলার অধিকার সংকুচিত হওয়ায় তিনি জাতীয় সংসদে, দেশের মানুষের এবং নির্যাতিত নেতা-কর্মীদের কথা বলবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যরাই শপথ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা জাতীয় সংসদে আসেন শপথ নিতে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে শপথ পাঠ করান। এরপর তিনি সেখান থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন: খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আছেন। আর তিনি জামিনের যোগ্য হবার পরও জামিন পাচ্ছেন না।

তিনি বলেন: দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। কেউ বিচার চায় না। তাই এ বিষয়গুলো নিয়েও তিনি জাতীয় সংসদে কথা বলবেন।

এছাড়া দলীয় সিদ্ধান্তেই সংরক্ষিত নারী আসনে শপথ নিয়েছেন বলেও এসময় জানান ব্যারিস্টার রুমিন ফারহানা।

Exit mobile version