Site icon চ্যানেল আই অনলাইন

শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে কোহলি

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই কীর্তি গড়া হয়ে গেছে বিরাট কোহলির। শততম টেস্ট খেলা ১২তম ভারতীয় এখন তিনি। এমন দিনে নাম লিখিয়ে ফেললেন সাদা পোশাকে ৮ হাজার রানের মাইলফলকে। ছিলেন ৩৮ রান দূরে। ষষ্ঠ ভারতীয় হিসেবে অনন্য কীর্তিটি এখন তারও।

শুক্রবার সিরিজের প্রথম টেস্টে ফিফটি থেকে ৫ রান দূরে আউট হয়ে ফেরেন কোহলি। তার আগে নাম লেখান মাইলফলকে। টেস্টে ভারতের পাঁচ ব্যাটার ৮ হাজার পেরিয়ে গেছেন কোহলির আগে, সবাই এখন সাবেক।

মাইলফলকটি স্পর্শ করতে কোহলিকে ১৬৯ ইনিংস খেলতে হয়েছে। লঙ্কানদের বিপক্ষে দিনের ৩৯তম ওভারে ৮ হাজার রানে নাম লেখানো হয়ে যায় তার। পরে আউট হন ৪৫ করে। টেস্টে ৫০.৩৬ গড়ে কোহলির সংগ্রহ এখন ৮,০০৭ রান।

কোহলির আগে সবচেয়ে কম ইনিংসে আট হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তির লেগেছিল ১৫৪ ইনিংস। শচীনের থেকে তিন ইনিংস বেশি খেলে ক্লাবটিতে প্রবেশ করেন বর্তমানে ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ১৬০ ইনিংসে বীরেন্দ্র শেবাগ দেখা পেয়েছিলেন ক্লাবটির।

পরের নামটা সুনীল গাভাস্কারের। তিনি খেলেছিলেন ১৬৬ ইনিংস। তারপরেই থাকলেন কোহলি। সবচেয়ে বেশি ২০১ ইনিংস ব্যাটিংয়ে নেমে ভিভিএস লক্ষ্মণ ছুঁয়েছিলেন অনন্য মাইলফলকটি।

কোহলির রেকর্ডের দিনে লঙ্কান বোলারদের ভালোই জবাব দিচ্ছে রোহিত শর্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১৭ রান। ২৩ ও ২১ রান নিয়ে ক্রিজে আছেন যথাক্রমে রিশভ পান্ট ও শ্রেয়াস আয়ার।

Exit mobile version