চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লড়াইয়ের পুঁজি তুলেছে রাজশাহী

KSRM

চাপটাই বোধহয় নিতে পারল না রাজশাহী কিংস। ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স- এমন বিধ্বংসী ব্যাটসম্যানে ঠাসা রংপুর রাইডার্সের বিপক্ষে লড়তে হলে চাই বড় রান। সেই চাপটা নিতে গিয়ে মেহেদী হাসান মিরাজের দল করল ৮ উইকেটে ১৪১ রান।

বিধ্বংসী ব্যাটিং লাইনআপ দিয়ে ঠাসা রংপুরের বিপক্ষে জিততে হলে করতে হবে বেশি বেশি রান। এমন হিসাব মাথায় নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর শুরুটা হল উল্টো। দলকে বিপদে রেখে ২৮ রানের মধ্যে সাজঘরে ওপেনার জনসন চার্লস ও মুমিনুল হক।

Bkash July

তৃতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ৩৪ রান যোগ করে উইকেট পতনের স্রোতকে থামানোর চেষ্টা করেছিলেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান লরি ইভান্স।

তবে ব্যর্থতা ধরে রেখে ১৪ রান করে সৌম্য ফিরলে নিজেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান। ৩১ বলে ৩৫ রান করে ইভান্স যখন ফিরছেন ৮১ রানে ৫ উইকেট হারিয়ে রাজশাহী তখন কাঁপছে।

Reneta June

শেষদিকে ৪০ রান যোগ করে রানের পরিমাণ কিছুটা ভদ্রস্থ করার চেষ্টা করেছেন ফজলে মাহমুদ রাব্বী ও কায়েস আহমেদ। ভিলিয়ার্স-হেলসদের পরীক্ষা নিতে রাজশাহীর বোলারদের এখন কঠিন পরীক্ষাই দিতে হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View