চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এক হাজার টাকার নোট প্রত্যাহারের খবর গুজব: বাংলাদেশ ব্যাংক

লাল রং-এর এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ নাসের। 

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

Bkash July

সেখানে বলা হয়েছে: এক হাজার টাকা নোট নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে, লাল রং-এর এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না, কাউকে জমা দিতেও বলা হয়নি।

এর আগে সোশ্যাল মিডিয়ায় এক হাজার টাকা প্রত্যাহার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়: ‘‘বিশেষ দৃষ্টি আকর্ষণ– বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত। এরপর আর কোনাে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমা নেয়া হবে না। সুতরাং ৩০/০৫/২০২২ ইং তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হল। পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট অচল বলে গণ্য হবে।’’

Reneta June

এমন গুজবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না এবং কাউকে জমা দিতে বলা হয়নি বলে জানানো হয়।

Labaid
BSH
Bellow Post-Green View