লর্ডস, বিশ্বকাপ ও মাশরাফী
লর্ডস থেকে: আজ মাশরাফী বিন মোর্ত্তজার শেষ বিশ্বকাপ ম্যাচ। হতে পারে শেষ আন্তর্জাতিক ম্যাচও! লর্ডসে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন মাশরাফীর ঘনিষ্ঠজন কিউরেটর জাহিদ রেজা বাবু। শৈশব থেকে ম্যাশকে দেখেছেন এবং আজকের মাশরাফী হওয়ার পেছনে তার অনেক অবদান রয়েছে। তিনি বললেন, মাশরাফীর শেষ বিশ্বকাপ ম্যাচ আজকে। তার আজকের খেলাটি যেন স্মরণীয় হয়ে থাকে এমনটাই আশা করছেন।