চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লন্ডনের সমারসেট হাউসে রানা প্লাজার পোস্টার নির্বাচিত

লন্ডনে অনুষ্ঠিত ‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৫’ এর ‘কনসেপচুয়াল ফটোগ্রাফার অব দ্যা ইয়ার’ প্রতিযোগিতায় ‘ফেডেড হিস্টরি অব দ্যা লস্ট’ শীর্ষক সিরিজে   ৮৭ হাজার ছবির মধ্যে রানা প্লাজায় দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের ছবি সম্বলিত বাংলাদেশের আলোকচিত্রী রাহুলের পোস্টারের একটি ছবি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে আলোকচিত্র প্রতিযোগিতায়  তরুণ আলোকচিত্রী হিসেবে বাংলাদেশের রাহুল নির্বাচিত হয়েছেন।

২৪ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত রাহুলের পুরস্কার জয়ী রানা প্লাজায় দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের ছবি লন্ডনের সমারসেট হাউসে প্রদর্শিত হবে। এছাড়া বার্ষিক সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড উইনার বুকেও স্থান পাবে এই ছবিটি।

Bkash July

অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাহুলকে ‘কনসেপচুয়েল ফটোগ্রাফার অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড ও লেটেস্ট সনি ডিজিটাল ইমেজিং ইকুইপমেন্ট তুলে দেন সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’র শীর্ষ কর্মকর্তারা।

এবারের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে পাঁচটি শাখায় পুরস্কার দেয়া হয়েছে। যেখানে ‘প্রফেশনাল’ ক্যাটেগরিতে সেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন মার্কিন আলোকচিত্রী জন মুর।

Labaid
BSH
Bellow Post-Green View