চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে এগোল আর্জেন্টিনা, জায়গা ধরে রেখেছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলো। তাদের জয়-পরাজয় ছাপ রাখছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। লিওনেল মেসির আর্জেন্টিনা যেমন এগিয়েছে। অন্যদিকে জায়গা ধরে রেখেছে নেইমারের ব্রাজিল।

আর্জেন্টিনা ও ব্রাজিল, দুদলই মাঠে ফিরে টানা দুটি করে জয় তুলেছে। ব্রাজিলের অবশ্য তাতে টেবিলে উন্নতি হয়নি, রেটিং পয়েন্ট বেড়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টেবিলের তিনেই আছে, জায়গা শক্ত করেছে।

সেখানে এগিয়েছে আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে এখন আটে আলবিসেলেস্তেরা। তারা ইকুয়েডরকে ঘরের মাটিতে ও বলিভিয়াকে তাদেরই মাটিয়ে হারিয়ে এসেছে।

লাতিন অঞ্চলের মতো মাঠে নেমেছিল ইউরোপের দলগুলোও। উয়েফা নেশনস লিগ, ইউরো বাছাই খেলেছে। দিনশেষে ফিফা টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন এমবাপেদের ফ্রান্স।

তিনে তো ব্রাজিল। টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানটা যথাক্রমে ইংল্যান্ড আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। একধাপ এগিয়ে ছয়ে রমোস-পিকেদের স্পেন। সাতে সুয়ারেজের উরুগুয়ে। তারপর আর্জেন্টিনা।

সেরা দলের পরের দুটি স্থান যথাক্রমে মদ্রিচদের ক্রোয়েশিয়া ও জেমস রদ্রিগেজদের কলোম্বিয়া। বাংলাদেশের কোনো নড়চড় হয়নি, ১৮৭তম স্থানটা আঁকড়ে আছে। অবশ্য লাল-সবুজরা দীর্ঘদিন মাঠেই নামেনি।