এক বিশ্বকাপে চারটি শতরান এর আগে কোনো ভারতীয় ক্রিকেটারের ছিল না। শুধু তাই নয় বিশ্বকাপে মোট পাঁচটি শতরান ৷ রোহিত শর্মা নামলেই রেকর্ড , রোহিত শর্মা নামলেই শতরান …এই কথা এখন যেন মিথ হয়ে যাচ্ছে ৷
মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬তম শতরান করেন রোহিত শর্মা ৷ এদিন বিশ্বকাপের মঞ্চে পঞ্চম শতরান করে ফেলেন তিনি ৷ পাশাপাশি সৌরভ গাঙ্গুলির এক বিশ্বকাপে তিনটিসহ বিশ্বকাপে মোট ৪টি শতরানের ল্যান্ডমার্কও টপকে যান তিনি ৷ এখন বিশ্বকাপে তার সামনে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার ৷
চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেন রোহিত। চারটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও ছুঁয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচে বড় ভূমিকা রোহিতের। তার ১০৪ রানে ভর করেই বড় রানের বড় স্কোর পায় ভারত। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরারও রোহিত। সাত ইনিংসে ৯০.৬৭ গড়ে ৫৪৪ রান।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমি এখন বছর ধরেই তাকে দেখছি। তিনি (রোহিত) ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় কাছাকাছি আছেন এবং আমরা তাকে দেখে খুব আনন্দিত। তিনি যখন এভাবে খেলেন, তখন সবাই তাকে খুশি দেখতে ভালোবাসে। ‘
রোহিতের সেঞ্চুরির সঙ্গে লোকেশ রাহুলের ৭৭, রিশভ পান্টের ৪৮, মহেন্দ্র সিং ধোনির ৩৫ ও কোহলির ২৬ রানে ৩১৪ রান করে ভারত। পরে জসপ্রিত বুমবারহ’র চার ও হার্দিক পান্ডিয়ার তিন উইকেটের সুবাধে ২৮ রানে জয় পায় ভারত।
রোহিতের সঙ্গে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক প্রশংসা করেছেন বোলার বুমরাহ’রও। কোহলির কথায়, ‘সে বিশ্বমানের বোলার। কার বিপক্ষে কী করতে হবে সেটা ভালোই জানে।’
বাংলাদেশের বিপক্ষে জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। ৬ জুলাই নিয়মরক্ষার ম্যাচে তাদের প্রতিপক্ষ আসর থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন