চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে: বিগান

‘ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে’

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান বলেছেন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে।

তিন দিনের সফরে ঢাকায় এসে একথা বলেন তিনি।

Bkash July

তিনি বলেন: ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দু বাংলাদেশ। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে।

ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ামীতে ঢাকার নতুন কনস্যুলেট কার্যালয় স্থাপনে দুই দেশ সম্মত হয়েছে বলেও জানা গেছে।

Reneta June

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান লিখেন: আগামী ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রায় ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার ঢাকা আসেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী। ১৬ অক্টোবর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

ISCREEN
BSH
Bellow Post-Green View