রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে: বিগান
‘ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে’
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান বলেছেন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ বাড়াতে হবে।
তিন দিনের সফরে ঢাকায় এসে একথা বলেন তিনি।
তিনি বলেন: ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দু বাংলাদেশ। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে।
ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ামীতে ঢাকার নতুন কনস্যুলেট কার্যালয় স্থাপনে দুই দেশ সম্মত হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান লিখেন: আগামী ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রায় ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র।
বুধবার ঢাকা আসেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী। ১৬ অক্টোবর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
