Site icon চ্যানেল আই অনলাইন

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দোকানের জন্য ঘর নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

নিহত রোহিঙ্গা নারী নয়াপাড়া শরাণার্থী ক্যাম্পের ৭৩২/৭ নং শেডের ডি-ব্লকের ৩৩৩৫ এমআরসি ধারী মোঃ ইলিয়াছের স্ত্রী আনছার বেগম (৪০)। এ ঘটনায় নিহত আনছার বেগমের পিতা মকবুল আহমদ(৬৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া শরাণার্থী (রেজিস্টার্ড) ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপাড়া ক্যাম্পে আনছার বেগমের স্বামী ইলিয়াছের দোকানের সামনে কবিরাজী ঔষধ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার একপর্যায়ে আনছার বেগমকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়

এ ঘটনায় নয়াপাড়া ক্যাম্পের ৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ২৯২১৭ এমআরসি ধারী মৃত কালা মিয়ার ছেলে ছৈয়দ আহমদ (৬৫), ছৈয়দ আহমদের ছেলে আবুল মাছন(১৮), ২৭/৬ নং শেডের ই-ব্লকের ২৮৪৮৫ এমআরসি ধারী ছালেহ আহমদের ছেলে মোঃ ইউছুফ(২২) ও সহোদর মোঃ ইব্রাহীম(২৫), ছালেহ আহমদ (৬২),৭৫৯/১ নং শেডের ডি-ব্লকের ৩৯২১৭ এমআরসি ধারী ছৈয়দ আহমদের দিলবাহারকে (৪০) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান।

রনজিত বড়ুয়া আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version