কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সপ্তাহ জুড়ে চলমান সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আজ বুধবারও সারাদিন থেমে থেমে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
রোহিঙ্গাদের সংঘর্ষ থামাতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এদিন ক্যাম্প পরিদর্শনে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ মো: আনোয়ার হোসেন।
গত সপ্তাহজুড়ে সংঘর্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এক সাথে ৪ জনের মৃত্যুর পর উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

রোহিঙ্গারা বলছেন, ক্যাম্পের অভ্যন্তরে ইয়াবা ব্যবসা, দোকান থেকে চাঁদাবাজি ও এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না গ্রুপ ও আনাছ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানামারের রাখাইনে সেদেশের সেনাবাহিনীর অব্যাহত বর্বর নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখেরও বেশী রোহিঙ্গা।
আশ্রয় নেওয়ার পর এক বছর পরিস্থিতি শান্ত থাকলেও ক্রমাগত তাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।