রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে শুদ্ধি অভিযানে নেমেছে নির্বাচন কমিশন। তবে বিভিন্ন সময় ইসির চাকরি হারানো সাবেক কর্মকর্তারা এই অপকর্মে জড়িত বলে অভিযোগ নির্বাচন কমিশনের।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ভোটার হওয়া বন্ধে ইসির পদক্ষেপ তুলে ধরে এসব জানান জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।
ইসির টেকনিক্যাল বিভাগের এবং বিভিন্ন শাখার যেসব সাবেক এবং বর্তমান কর্মকর্তা, যারা এই অপরাধের সঙ্গে জড়িত আনুমানিক এ রকম ২০জনের একটি তালিকা করে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পাবর্ত্য জেলার ৩২টি উপজেলাকে বিশেষ অঞ্চল ঘোষণা করে সেসব অঞ্চলে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। তবে অপরাধীদের ধরতে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান পরিচালনা করছে। এছাড়াও দুদকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইসিকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন মহাপরিচালক।