চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোহিঙ্গাদের জন্য জাপানের আরও ১ কোটি ৭০ লাখ ডলার

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা ও কক্সবাজার এলাকার স্থানীয়দের জীবন মান উন্নয়নে আরও ১ কোটি ৭০ লাখ ডলার দিবে জাপান সরকার। গত ৩০ জানুয়ারি জাপান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্প, স্থানীয়দের আশ্রয়কেন্দ্রের উন্নয়ন, শিশুদের নিরাপত্তা, পানি সরবরাহ, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ, পরিবেশের উন্নয়ন, পুষ্টিমান, জীবন-জীবিকাসহ বিভিন্ন উন্নয়মূলক কাজের জন্য দেয়া হবে এই অর্থ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন-অর্থ  ইউএনএইচসিআর, আইওএম, ইউএনএফপিএ, ইউনিসেফ, এফএও, ইউএনউইমেন, ডাব্লিউএফপি, আইআরসি, জেপিএফ ও এনজিওর মাধ্যমে এই অর্থ দেয়া হবে।

এর আগে ২০১৭ সালের অগাস্টে বাংলাদেশে রোহিঙ্গারা আসার পর তাদের সহায়তার জন্য সাড়ে ৯ কোটি ডলার দিয়েছে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর মাধ্যমে এই অর্থ দেয়া হয়। বর্তমানের ১ কোটি ৭০ লাখ ডলারসহ এ নিয়ে মোট ১১ কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা দিয়েছে জাপান।

Labaid
BSH
Bellow Post-Green View