ভারতের কর্ণাটকের বিধান পরিষদের ডেপুটি স্পিকার এসএল ধর্মেগৌড়ার মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। চিক্কামাগালুরু জেলায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনতা দলের(সেকুলার) সদস্য ধর্মগৌড়াকে নিয়ে এই মাসে আলোচনার সৃষ্টি হয়, অধিবেশন চলার সময়ে তিনি হেনস্তার শিকার হন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কাউন্সিলের সদস্যরা ধর্মেগৌড়াকে টেনে হিঁচড়ে তার আসন থেকে সরাচ্ছে।
বিজ্ঞাপন
জেডিএসের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, বিধান পরিষদের ডেপুটি স্পিকার এবং জেডিএস নেতা এসএল ধর্মেগৌড়ার আত্মহত্যার খবরে মর্মাহত হয়েছি। তিনি খুবই শান্ত ও ভদ্র মানুষ ছিলেন। তার মৃত্যুতে রাজ্য ক্ষতিগ্রস্ত হলো।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মূখ্যমন্ত্রীর কার্যালয়ও।