চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘রেফারিকে চাপ দিয়েছিলেন মেসি’

এল ক্লাসিকোতে লিওনেল মেসির বিরুদ্ধে রেফারিকে চাপ দেয়ার অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। তবে মেসির চাপ ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন স্প্যানিশ ডিফেন্ডার।

২-২ গোলে ড্র ম্যাচে মার্সেলোকে ধাক্কা মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার সার্জিও রবার্তো। প্রথমার্ধের একে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। বিরতিতে যাওয়া সময় টানেলে রেফারি আলেসান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজকে মেসি চাপ দেন বলে অভিযোগ রামোসের।

Bkash July

১০ জন নিয়েও দ্বিতীয়ার্ধে লিড নেয় বার্সা। কিন্তু মেসির করা গোলের যোগানদাতা লুইস সুয়ারেজ যখন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানের কাছ থেকে বল কেড়ে নেন তখন ফাউল ছিল বলেই মনে করছেন অনেকে। সেই দলে আছেন রামোসও।

রিয়াল অধিনায়ক বলেন, ‘হাফটাইমের সময় টানেলে রেফারিকে চাপ দেন মেসি। আমি জানি না সেখানে ক্যামেরা ছিল কি না এবং আমি এটাও জানি না দ্বিতীয়ার্ধে এই কারণে রেফারিকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে কিনা। তবে মাঠের বিষয় মাঠেই ছেড়ে আসা গুরুত্বপূর্ণ, আপনাকে সব সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হবে।’

Reneta June

শিরোপা নির্ধারণের বিচারে এবারের এল ক্লাসিকো একেবারেই গুরুত্বহীন। কিন্তু তাতে উত্তেজনাটা ছিল মহাগুরুত্বপূর্ণ ম্যাচের মতোই। এমন ম্যাচে দুইবার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ড্র করে বার্সেলোনা। মৌসুমে শেষ ক্লাসিকোতে এসে অবশ্য গোল পেয়েছেন দুদলের সেরা চার খেলোয়াড়। বার্সার সুয়ারেজ-মেসির পাল্টা হিসেবে দেন রিয়ালের রোনালদো-বেল।

Labaid
BSH
Bellow Post-Green View