চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জুয়াড়ি ফজল মন্ডল: পুলিশ

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূলহোতা কুখ্যাত জুয়াড়ি ফজল মন্ডল রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে আগেই কিছু বলতে চাননি তিনি।

অপর গ্রেপ্তার আসামী অমিত সাহার ৫ দিনের রিমান্ড চাওয়া হলে ভূঞাপুর আমলি আদালতের বিচারক আকরাম হোসেন ‍এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার দুপুরে তাদের আদালত ও জেল হাজতে পাঠানো হয়।

Bkash July

এর আগে বুধবার মধ্যরাতে ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে  পুলিশ আদালতে পাঠালে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অমিত সাহা
Reneta June

একই ঘটনায় টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে গ্রেপ্তার অপর জুয়াড়ি অমিত সাহাকে আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলমান জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা।

এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ ৬ জন আহত হন।

পরে ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে রাতেই মামলা দায়ের করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View