চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রিট খারিজ: দুদকের মুখোমুখি হতে হবে ডিএজি রূপাকে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন  কমিশনেরর (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রূপাকে।

জিজ্ঞাসাবাদের জন্য দুদকের পাঠানো নোটিশ  চ্যালেঞ্জ করে ডিএজি রূপার করা রিট খারিজ করে তাকে আগামী ২৭ জানুয়ারির মধ্যে দুদকে হাজির হতে বলেছেন হাইকোর্ট।

Bkash July

বৃহস্পতিবার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।

আদালতের ডিএজি রূপার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহউদ্দিন দোলন ও সুরাইয়া বেগম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

Reneta June

গত ২৮ অক্টোবর দুদকের দেওয়া এক নোটিশে বলা হয়, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

উল্লেখিত অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হল। নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।’

এরপর দুদকের এই নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা। গত ২ নভেম্বর বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রূপার রিটটি শুনানির জন্য উঠলে আদালত শুনানিতে অপারগতা প্রকাশ করেন।

আদালত বলেন, ‘তিনি (রূপা) তো আমাদের প্রতিবেশি। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। তাই এই (রিটটি) বিষয়টি শুনানির জন্য অন্য বেঞ্চে নিয়ে যান। যেহেতু আমরা কাছাকাছি থাকি তাই এই বিষয়টি আমরা শুনতে চাচ্ছি না। একপর্যায়ে আদালত এখতিয়ারভুক্ত অন্য কোন বেঞ্চে আবেদনটি উপস্থাপনের স্বাধীনতা দিয়ে রিটটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

পরবর্তীতে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। এরপর গত ৩ নভেম্বর রুপার আইনজীবী আদালতকে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাই তিনি দুদকে হাজির হতে পারবেন না। তখন আদালত এক মাস সময় দিয়ে রিট শুনানি ৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন। সে অনুযায়ী আজ রিটটির শুনানির জন্য এলে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রিট খারিজ করে আদেশ দেন।

ISCREEN
BSH
Bellow Post-Green View