চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার সংবাদকর্মীরা

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে সাংবাদিকরা হত্যা, নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন বলে দাবি করেছে জাতিসংঘের অধিকার বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ দল।

ইউক্রেনে গণমাধ্যম কর্মীদের উপর এই আক্রমণের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তারা বলছেন, রাশিয়ার হামলার পর দেশটিতে সাংবাদিকদের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

Bkash July

রাশিয়ার সামরিক হামলার মধ্যে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে ইউক্রেনের গণমাধ্যম কর্মীদের। দেশটির ইনস্টিটিউট অফ ম্যাস ইনফরমেশনের দাবি করেছে সাংবাদিকদের হত্যার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠান ধ্বংস ও বন্ধ করে দেয়া হচ্ছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর ইউক্রেনে ৭ জন সাংবাদিক মারা গেছেন। তবে এই সংখ্যা আরও বেশি হওয়ার তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

Reneta June

যুদ্ধের প্রভাবে রাশিয়াতেও সাংবাদিকদের চাপের মুখে পড়তে হচ্ছে। গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে মস্কো।

পশ্চিমা বেশকিছু গণমাধ্যমের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে রাশিয়া। একইভাবে রাশিয়ার গণমাধ্যমকেও পড়তে হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে। স্বাধীন তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ছড়িয়ে পড়ছে নানা ভুয়া খবর। জাতিসংঘের বিশেষজ্ঞরা দুই পক্ষেরই গণমাধ্যম নিয়ন্ত্রণের এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের গণমাধ্যমের স্বাধীনতা সূচকেও রাশিয়া ও ইউক্রেনের অবস্থান আরও তলানিতে নেমে এসেছে।

Labaid
BSH
Bellow Post-Green View