দীর্ঘদিনের বিতর্ক, আইনি টানাপোড়েনের পর অবশেষে অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভিত্তিপ্রস্তরকে সোনার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন মোদি।
হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।
ভিত্তি অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে পুরো অযোধ্যা। ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা। আর প্রতিটি বাড়িতেই নতুন রঙের ছোপ পড়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির শহরকে।
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদিকে ‘মহাপুরুষ’ হিসেবে অভিহিত করেন তিনি।
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নরেন্দ্র মোদি বলেন: অযোধ্যায় একটি সোনার অধ্যায় তৈরি করেছে ভারত। কয়েক শতকের প্রতীক্ষা শেষ হলো।
এরআগে ভারতীয় স্থানীয় সময় বেলা ১২টা ৪৪ মিনিটে রাম মন্দিরের ভূমিপূজায় অংশ নেন নরেন্দ্র মোদি। পূজায় তার সাথে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরআরএস প্রধান মোহন ভাগবত। সামাজিক দূরত্বের বিধি মেনে তারা পূজায় অংশগ্রহণ করেন।