
দেশজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনলাইন ক্লাস চলবে। এছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলেও জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে আজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ এছাড়া শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগগুলো স্ব স্ব ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।