রাজশাহী হযরত শাহ মখদুম (রহ) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে গ্যালাক্সি ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান।
শনিবার দুপুরের দিকে বিমান বন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছে।
গ্যালাক্সি ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমানটি অবতরণ করার সময় রানওয়েতে বিমানের একটি চাকা ফেটে যায়। সেসময় বিমানে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিল।
বিমান বন্দরের কর্মকর্তা জানান, বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।