আবু সালে মো. ফাত্তাহ:রাজশাহীর পুঠিয়ায় নারায়ণগঞ্জ ফেরত এক নারী গার্মেন্টকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে গার্মেন্টে চাকরি করেন। কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে এসে অসুস্থ্ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের পর তার করোনা ধরা পড়ে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট ৩ জন করোনার রোগী পাওয়া গেছে।
আক্রান্ত নারী এবং পুরুষদের তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বাড়ি ও আশপাশের এলাকা লকডাইন করা হয়েছে।