রাজশাহীর আইডি হাসপাতালে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত মনির গাজী নাটোরের নলডাঙ্গা থানার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাতে মনির গাজী শরীরে জ্বর ও র্যাশ নিয়ে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে তাৎক্ষনিকভাবে আইডি হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সকালে তিনি মারা যান। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে।
তাছাড়া পুঠিয়া, বাগমারা ও মোহনপুরে করোনা আক্রান্ত ৪ জন হোম কোয়ারেন্টাইনে আছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ডাক্তাররা।