সিলেটে শিশু রাজন হত্যা মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ১১ জন পুনরায় সাক্ষ্য দিচ্ছেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে দুপুর পৌনে ১২টা থেকে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে কামরুল ইসলামের পক্ষে তার আইনজীবী আরেকদফা সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে আদালত ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার তারিখ নির্ধারণ করেন।
২৫ অক্টোবর চাঞ্চল্যকর এই মামলার যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ নির্ধারিত রয়েছে।
গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সৌদি আরব পালিয়ে যায় মামলার প্রধান আসামী কামরুল ইসলাম। গত ১৫ অক্টোবর কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরত নিয়ে আসা হয়।