চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাজন হত্যার আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু

সিলেট মহানগর দায়রা জজ আদালতে শিশু রাজন হত্যাকাণ্ডের মামলায় আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মামলাটির কার্যক্রম শুরুর পর যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে সোমবার আসামীপক্ষ নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করবে।

যুক্তিতর্ক উপস্থাপনের আগে বেলা পৌনে বারোটায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা’র আদালতে হাজির করা হয় আটক আসামীদের।

সিলেট মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই মামলাটির কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মামলার ১৩ আসামীর মধ্যে সৌদি আরব থেকে ফেরত নিয়ে আসা প্রধান আসামী কামরুলসহ ১১ আসামী আটক আছে। এখনো পলাতক রয়েছে ২ আসামী।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। সেই নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তা আলোচনার সৃষ্টি করে।

Labaid
BSH
Bellow Post-Green View