রাজধানীর ১০ পয়েন্টে মিলবে কম দামে ডিম-দুধ-মাংস

পবিত্র রমজান মাসে রাজধানীর ১০টি পয়েন্টে বাজারের চেয়ে দশ থেকে একশ’ ৫০টাকা পর্যন্ত কম দামে ডিম ও দুধ গরু-খাসির মাংস পাওয়ায় খুশি নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষেরা।
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ বাজারে আমিষ পণ্য বিক্রি কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভোক্তারা বলছেন, এই সুযোগ যাতে প্রকৃত সীমিত আয়ের মানুষেরা পান, তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন