রাজধানীর পূর্ব ধানমন্ডির ভুতের গলিতে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে খায়ের নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ নিজের পালিত কন্যাকে ধর্ষণের। চ্যানেল আইয়ের তথ্য সহায়তায় উদ্ধার হয় ভুক্তভোগী ওই কিশোরী।
অজানা ফোনকলে চ্যানেল আইয়ের কাছে নিজেকে বাঁচানোর আকুতি জানায় এক কিশোরী। গত রোববার ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে অপহরণের শিকার হয়েছিল নোয়াখালীর সোনাইমুড়ি থানার এই কিশোরী।
পরে সেখান থেকে উদ্ধার হয়ে নিরাপত্তার খাতিরে খায়েরের সাথে ওই কিশোরী চলে আসে রাজধানীর পূর্ব ধানমন্ডির এক বাসায়। ওই বাসায় দীর্ঘদিন কেয়ারটেকারের চাকরী করতেন খায়ের। কিশোরীর অভিযোগ, রাতে তাকে যৌন নিপীড়ন চালায় খায়ের।
তবে পালিত কন্যার এসব অভিযোগ অস্বীকার করেছেন খায়ের।
ওই কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলাবাগান থানা। খায়েরকে আটক দেখিয়ে ঘটনার অধিকতর তদন্ত করছে পুলিশ।