বিজ্ঞাপন
নতুন সংগীতায়োজনে চ্যানেল আই ক্ষুদে গানরাজ (২০১৩) তারকা রাইসা গাইলেন কালজয়ী সিনেমা ‘পিচ ঢালা পথ’ এর শ্রোতাপ্রিয় গান ‘ফুলের কানে ভ্রমর এসে’। সোমবার ওয়ার্ল্ড মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।
রাইসা চ্যানেল আই অনলাইনকে জানান, ইজাজ খান স্বপন আঙ্কেলের সার্বিক সহযোগিতায় নতুন সংগীতায়োজনে গান ভিডিওটি করেছি। নতুন করে বিখ্যাত এই গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
রাইসা বলেন, ভিডিওটি খুব মজা করে করেছি। স্বপন আঙ্কেল সমস্তটাই আয়োজন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা।
রাইসা বর্তমানে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে। পড়াশোনার ফাঁকে গান নিয়েই তার ব্যস্ততা। কথায় কথায় জানালেন, কভার ছাড়াও মৌলিক গানও করেছেন বেশ কয়েকটি। এরমধ্যে ২০২০ সালের শেষ দিকে ফরিদ বঙ্গবাসীর সুরে ও মিউজিক কম্পোজে ‘তোমার সাথে ভাব করিয়া’- শিরোনামে একটি গান করেছেন। যে গানের কথা লিখেছেন রুশমী চৌধুরী। এছাড়া ‘ক্যাম্পাসের দিনগুলো’ নামে আরো একটি মৌলিক গান রয়েছে রাইসার, শরিফুল হকের লেখায় গানটির সুরও করেছেন রাইসা। যে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাইসা সুগন্ধী’তে রয়েছে।
সামনে বেশ কয়েকটি মৌলিক গান করছেন বলেও জানান রাইসা। জানান, পড়ার পাশাপাশি নিয়মিত গান করতে চাই।
বিজ্ঞাপন