চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রমজানকে সামনে রেখে দোকান মালিকদের ৪ দাবি

রমজানকে সামনে রেখে দোকান মালিকদের নানারকম ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু দাবি তুলে ধরেন।

Bkash July

১৫ রমজানের পর ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির উপর ভিত্তি করে দোকান খোলা রাখাসহ চার দফা দাবি গুলো হল:

১. ভ্যাট আইন সহজ করে পাঁচটি খাতা বা বহি সংরক্ষণের পরিবর্তে মোট বিক্রয়মূল্যের নিট মুনাফার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব।
২. ডিলার, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতারা কী পরিমাণ পণ্য মজুদ রাখতে পারবে, সেজন্য নীতিমালা প্রণয়ন।
৩. পাইকারি ও খুচরা বিক্রয়ে নিট মুনাফার হার নির্ধারণের জন্য দোকান ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে কমিটি গঠনের প্রস্তাব।
৪. পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৫ রমজান পর্যন্ত ১০টা এবং ১৫ রমজানের পর থেকে চাঁদ রাত পর্যন্ত ক্রেতা সমাগমের ভিত্তিতে দোকান খোলা রাখার আবেদন।

 

Labaid
BSH
Bellow Post-Green View