
বলিউডে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে গেল বছর থেকে কম কানাঘুষা হয়নি। বিভিন্ন সময়ই ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে তাদের প্রেম-বিয়ে সম্পর্কিত নানা সংবাদ প্রকাশ হয়েছে।
শুধু তাই নয়, তাদের বিয়ের কার্ড পর্যন্ত প্রকাশ্যে এসেছিল। যদিও বা পরবর্তীতে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়েছিল।
কারণ আলিয়ার বাবার নামের জায়গায় মহেশ ভাটের বদলে মুকেশ ভাট লেখা হয়ছিল! যা নিয়ে নেটিজেনরাও বেশ হাসি ঠাট্টায় মেতে উঠেন।
অনেকটা সময় পেরিয়ে গেছে রণবীর-আলিয়া বিয়ে নিয়ে কোন সংবাদ সামনে আসছে না। তবে কি এবছরও বিয়ের পরিকল্পনা নেই এই জুটির? নাকি করোনায় ভেস্তে গেল তাদের সকল পরিকল্পনা?

যদিও অনেকে বলছেন, চলতি বছরেই ধুমধামে রণবীর-আলিয়ার বিয়ের পরিকল্পনা ছিলো। কিন্তু হঠাৎ করে রণবীরের বাবা ও অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে এ বছর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় কাপুর পরিবার।
এদিকে চলতি বছর রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে এর শুটিং চলছে।
ধারণা করা যাচ্ছে আগামি বছরের কোন এক সময়ে এটি মুক্তি পেতে পারে।