চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রংপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৩জন নিহত

রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন সাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বিকেলে নগরীর দর্শনা এলাকায় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শরিফুল ছোট ভাই বোনকে নিয়ে রংপুর-দিনাজপুরের দর্শনা এলাকায় সাইকেলে সড়ক পার হচ্ছিল।

এ সময় দিনাজপুরগামী জিসান পরিবহন সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শহিদুল ইসলাম মারা যায়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ও সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছালমা আক্তার সুমাইয়া মারা যায়।

নিহত ৩ জনের বাড়ি দর্শনা এলাকায়। তারা চাচাতো ভাইবোন। ঘটনার পরপরই এলাকার উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Labaid
BSH
Bellow Post-Green View