পরিসংখ্যানের খেরোখাতায় বড় জায়গাজুড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম। মাঠে তাদের আধিপত্য প্রভাব ফেলে রেকর্ডের খাতায়। এক রেকর্ডে মেসি এগিয়ে তো অন্যটিতে রোনালদো। হ্যাটট্রিকের কৃতিত্বে অবশ্য জায়গাটা পর্তুগিজ মহাতারকার দখলে।
প্রিমিয়ার লিগে ৩৭ বর্ষী ম্যানইউ তারকা টটেনহ্যামের বিপক্ষে ম্যাচজয়ী হ্যাটট্রিক করে নিজেকে তুলেছেন আরও উপরে। প্রতিপক্ষের জালে ম্যাচে তিন বা ততোধিক বার বল জড়ানোর ক্ষেত্রে মেসি-রোনালদো দুজনেই অবশ্য ছাড়িয়েছেন অর্ধশতক। ৫৯ বার হ্যাটট্রিক করে শীর্ষে সিআর সেভেন, দুইয়ে ৫৪ হ্যাটট্রিক নিয়ে আর্জেন্টাইন মহাতারকা।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এপর্যন্ত জাতীয় দলের হয়ে ১০ বার, জুভেন্টাসের জার্সিতে ৩ বার, রেড ডেভিলদের হয়ে দুবার এবং সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, ৪৪ বার।
২০০৮ সালে নিউক্যাসলকে ৬-০ ব্যবধানে গুঁড়িয়ে দেয়া ম্যাচে প্রথম হ্যাটট্রিক পান রোনালদো। পরের প্রায় চৌদ্দ বছরে ভিন্ন ভিন্ন জার্সিতে পেয়েছেন আরও ৫৭টি হ্যাটট্রিক। স্পার্সদের বিপক্ষে ৩৭ বছরে পেয়েছেন সবশেষটি।

সর্বকালের সেরা গোলস্কোরারের হ্যাটট্রিকের চেয়ে পাঁচটি পিছিয়ে আছেন লিওনেল মেসি। তিনে থাকা পোলিশ তারকা লেভান্ডোভস্কির নামের পাশে ২৯ হ্যাটট্রিক। চারে মেসি-রোনালদোদের অর্ধেকের কম ২১ বার নিয়ে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ।
তালিকায় ১৮টি হ্যাটট্রিক নিয়ে পাঁচে ইংলিশদের অধিনায়ক হ্যারি কেন, অবসরে যাওয়া মারিও গোমেজ ও সার্জিও আগুয়েরো। জ্লাতান ইব্রাহিমোভিচের নামের পাশে আছে ১৭টি হ্যাটট্রিক।