চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কারণে সার্চ কমিটিতে ‘আগ্রহ’ নেই বিএনপির

মির্জা ফখরুলের দাবি, এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না

KSRM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। সে কারণেই সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই থাকবে না বিএনপি।

রোববার দুপুরে ঠাকুরগাঁও নিজের পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

Bkash

মির্জা ফখরুল আরও বলেন, সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্তব্য সর্ম্পকে তিনি বলেন, ‘তিনি (কাদের) কখন কি বলেন, তা নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো। সে জন্য বিভিন্ন রকম কথা বলেন। সেটাতে আমরা খুব একটা গুরুত্ব দেই না।’

Reneta June

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন উর রশীদ-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View